স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। ১২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ডিসেম্বর এনটিআরসিএ’র পরীক্ষা থাকায় ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

(ওএস/এএস/অক্টোবর ২১, ২০১৪)