স্টাফ রিপোর্টার : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে পিরোজপুরের মঠবাড়িয়া থানার রাকার কমান্ডার ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত আছে। মঙ্গলবার তার বিরুদ্ধে ১৩তম সাক্ষীর জেরা শেষে ১৪ তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে বিচারিক প্যানেল এ মামলার বিচারিক কার্যক্রম চলছে।

জব্বারের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৩তম সাক্ষী জনপ্রসাদ পাইককে (৬২) জেরা করেন এ মামলায় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আবুল হাসান। এরপর ১৪ তম সাক্ষি মহেন্দ্র অধিকারীর (৮৪) সাক্ষ্যগ্রহণ করা হয়। এই সাক্ষীকে জবানবন্দি প্রদানে সহযোগিতা করেন প্রসিকিউটর জাহিদ ইমাম।

মঠবাড়িয়র সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা জব্বারের বিরুদ্ধে গত ১৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। ৭ সেপ্টেম্বর সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এর আগে ৮ জুলাই ট্রাইব্যুনালের এক আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্বারকে গ্রেফতার করতে পারেনি। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির হননি জব্বার। এ জন্য তাকে পলাতক ঘোষণা করা হলো। আইনজীবী আবুল হাসানকে মামলায় পলাতক আসামি পক্ষে আইনি লড়াইয়ের জন্য রাস্ট্র নিযুক্ত (স্ট্যাট ডিফেন্স) আইনজীবী নিয়োগ করা হয়।

গত ১২ মে তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত পাঁচটি অভিযোগ আমলে নিয়ে তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাকে গ্রেফতার করতে না পারায় পলাতক রেখেই বিচার কাজ চলছে।

(ওএস/এটিআর/অক্টোবর ২১, ২০১৪)