একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : সংগঠন বিরোধী শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তৌফিক খান সাদিদকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায় ২০ টি সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাসেল মিয়া নামে এক সোনা ব্যবসায়ী কুমিল্লা থেকে পরিবহন যোগে চুয়াডাঙ্গায় যাওয়ার সময় ছিনতাই হয়। পরে রাসেল মিয়া বাদী হয়ে মধুখালি থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার থেকে পাঁচ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মধুখালি থানা পুলিশ গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালিয়াকান্দি বাস স্ট্যান্ড থেকে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ তৌফিক খান সাদিদকে অভিযান চালিয়ে আটক করে। সোমবার তার রিমান্ড চেয়ে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

নাম প্রকাশ করা না শর্তে উপজেলা ছাত্রলীগের এক দায়িত্বপ্রাপ্ত নেতা বলেন, কোন দিন রাজনীতির সাথে জড়িত না থেকে চাচার দৌলতে উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন মোঃ তৌফিক খান সাদিদ। উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার আগে সে ওয়ার্ড পর্যায়েরও কোন কমিটিতে ছিলেন না।

(একেএমজি/এএস/ফেব্রুয়ারি ২১, ২০২৩)