নিউজ ডেস্ক : নাসার নভোচারী হিসেবে সর্বপ্রথম মঙ্গলে পা রাখতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার বাসিন্দা ১৩ বছর বয়সী কিশোরী অ্যালিসা। অ্যালিসা ইতোমধ্যেই নভোচারী প্রশিক্ষণ নিতে শুরু করেছে। ২০৩৩ বা ২০৩৪ সালে মঙ্গল গ্রহে পাড়ি জমাতে পারে সে।

এ প্রসঙ্গে পল ফোরম্যান নামক নাসার একজন মুখপাত্র জানান, নাসা বয়স বিবেচনায় না নিয়ে সকলকেই গুরুত্বের সাথে দেখে। মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার জন্য এখন যে বয়সের নভোচারী দরকার, অ্যালিসার ঠিক সে বয়সই রয়েছে।

ইতোমধ্যেই নানা ধরনের প্রস্তুতি নিয়েছে অ্যালিসা। আর এ কাজে বেশ কয়েকটি ভাষাও শিখেছে সে। এক সাক্ষাতকারে অ্যালিসা জানায়,‘আমি অন্য কোন কিছুও হতে চেয়েছিলাম। তবে আমার প্রথম লক্ষ্যই ছিল নভোচারী হওয়া। আর তাই মঙ্গলে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা হতে পারে, এমন কোন কিছু আমি রাখিনি।’

(ওএস/এটিআর/অক্টোবর ২১, ২০১৪)