তথ্য-প্রযুক্তি ডেস্ক : বিশ্বের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপল। ব্র্যান্ডটির মূল্য প্রায় ১০ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। সেরা ব্র্যান্ড নির্বাচনকারী প্রতিষ্ঠান ‘ব্র্যান্ড ফিন্যান্স গ্লোবাল ৫০০’-এর প্রকাশিত এক তালিকায় এ তথ্য উঠে এসেছে।

৫০০ ব্র্যান্ডের ওই তালিকায় দ্বিতীয় সেরা ব্র্যান্ড বিবেচিত হয়েছে স্যামসাং। প্রতিষ্ঠানটির ব্র্যান্ডমূল্য ধরা হয়েছে সাত হাজার ৯০০ কোটি ডলার। এছাড়াও শীর্ষ ১০ ব্র্যান্ডের তালিকায় আছে গুগল, মাইক্রোসফ্ট, ভেরাইজন, জিই, এটি অ্যান্ড টি, অ্যামাজন, ওয়ালমার্ট ও আইবিএম। সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে ভারতের টাটা ৩৪তম অবস্থানে আছে। গত বছর এটির অবস্থান ছিল ৩৯তম। এবার সেরা পাঁচশর তালিকায় টাটাসহ ভারতের পাঁচটি ব্র্যান্ড আছে। এগুলো হলো এসবিআই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এয়ারটেল ও ইন্ডিয়ান অয়েল। তবে তালিকায় অ্যাপল শীর্ষস্থানে থাকলেও ব্র্যান্ড নির্বাচনকারী সংগঠনটি ইতালিয় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরারিকে বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড’ আখ্যা দিয়েছে।

(ওএস/এমএইচ/ফেব্রুয়ারি ১৯, ২০১৪)