মাদারীপুর প্রতিনিধি : জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে মঙ্গলবার মাদারীপুর জেলা সদরে নানা কর্মসূচি পালিত হয়। র‌্যালি, আলোচনা সভা, হাতধোয়া প্রদর্শণ কর্মসূচির অন্তভুক্ত ছিল।

স্থানীয় স্বাধীনতা অঙ্গণ থেকে জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সরকারি নাজিমউদ্দিন কলেজ মাঠ প্রাঙ্গণে হাতধোয়া প্রদর্শণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পারভেজ রায়হান।

‘স্যানিটেশনের অভ্যাস করি-সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত আলী তালুকদার, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম খান, জেলা তথ্য অফিসার দীপংকর বর, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, ইউএসটি’র টিম লিডার আবু তাহের চৌধুরী প্রমুখ।

(এএসএ/এএস/অক্টোবর ২১, ২০১৪)