সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে আশিফুল ইসলাম সাজ্জাদ (২৫) নামে জামায়েদুল মুজাহেদিন বাংলাদেশ এর (জেএমবি) সদস্য ও অস্ত্র প্রশিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার দুপুর একটার দিকে জেলা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক আশিফুল খবির এই রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জঙ্গি আশিফুল ইসলাম সাজ্জাদ কুষ্টিয়া জেলাল ভেরামার উপজেলার বাহাদুরপুর মোল্লাবাড়ি গ্রামের সাহেদুর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৯ই মার্চ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জ হেডকোয়ার্টার্স এর একটি বিশেষ টহল দল কুষ্টিয়া জেলাল ভেরামার উপজেলার বাহাদুরপুর মোল্লাবাড়ি গ্রাম থেকে ২১৫পাতা জিহাদী বইসহ জামায়েদুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য ও জেএমবি সদস্যদের অস্ত্র প্রশিক্ষক আশিফুল ইসলাম সাজ্জাদকে আটক করে। পরে তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে ২০১১ইং সালের ১০ই মার্চ র‌্যাব-১২ ও পুলিশ এর একটি যৌথ দল সিরাজগঞ্জের কাজিপুর থানার দুর্গম চরাঞ্চল চর-ভুরুঙ্গিতে অবস্থিত জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর একটি অস্ত্রপ্রশিক্ষন কেন্দ্র থেকে একটি রাইফেল, ৮ রাউন্ড গুলি, ৮ টি তাজা বোমা ও রাবার বুলেট উদ্ধার করে অস্ত্র প্রশিক্ষন কেন্দ্রটি গুরিয়ে দেয়।

পরে ঐ দিনই এ বিষয়ে সিরাজগঞ্জের কাজিপুর থানায় একটি মামলা দায়ের করা হয। দীর্ঘ সাক্ষ্যপ্রমান শেষে মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক আশিফুল খবির এ রায় প্রদান করেন।

(এসএস/এএস/অক্টোবর ২১, ২০১৪)