রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মোঃ হানিফ মন্ডলের নিজের জমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে থানায় লিখত অভিযোগ দায়ের করেছেন। সে উপজেলার ইসলামপুরের কাউন্নাইর এলাকার ওহাব মন্ডলের ছেলে। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজে বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে লিখত অভিযোগ দায়ের করেছেন বালিয়াকান্দি থানায়।

অভিযুক্তরা হলেন, ইসলামপুর ইউনিয়নের কাউন্নাইর এলাকার মৃত অমিয় পালের ছেলে অরুন পাল (৫৫) ও তপন পাল (৫০), একই এলাকার খোরশেদ (৬০) ও তার দুই ছেলে কবির শেখ, রিয়াজ শেখ এছাড়াও রজব আলী শেখ (৫৫) ও তার ছেলে রবিউল ইসলাম।

অভিযোগকারী মোঃ হানিফ মন্ডল বলেন, আমি উত্তম পাল এর কাছ থেকে আমার বাড়ি সংলগ্ন ৪৮.৫ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে গেলে অভিযুক্তরা ক্ষমতার দাপট দেখিয়ে জবর দখলের চেষ্টা চালাচ্ছে।সম্প্রতি সময়ে তারা আমার জমি দখলে নিতে রাতের আঁধারে পানের বরজ করার চেষ্টা চালাচ্ছে।

অভিযুক্ত খোরশেদ বলেন, আমি অরুণ পাল ও তরুণ পালের কাছ থেকে জমি ক্রয় করেছি। তাদের শরিকানা সম্পত্তি ওটা,তারা যেভাবে অতীত থেকে খেয়ে আসছে সেভাবেই খাচ্ছি। জমির মালিক যেভাবে আমাকে জমি চাষ করতে বলবে আমি সেভাবেই চাষ করব।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার বলেন, লিখিত অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এমজি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৩)