একে আজাদ, রাজবাড়ী : উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অধিনে পাংশা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, মাল্টিমিডিয়া এবং প্রিন্টার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে পাংশা উপজেলা পরিষদের বাস্তবায়নে ও পাংশা উপজেলা এলজিইডি’র কারিগরি সহায়তায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সকল উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, জাইকার প্রতিনিধি প্রমুখ।

এ সময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রধান শিক্ষক আবু হোসেন খান, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সজীব হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

এ সময় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫২ জোরা বে, ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে কম্পিউটার, ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে প্রিন্টার, ৭টি ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে মাল্টিমিডিয়া প্রদান করা হয়।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২৩)