রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, 'দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না।'

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে বিএনপির ১০ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, 'সরকারের বিদায়ঘন্টা বেজে গেছে। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে। বিদায়ের পর তারা যে দুর্নীতি ও জনগণের অর্জিত সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে তা জনসম্মুখে প্রকাশ করা হবে।'

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবরপ্রাপ্ত মেজর কামরুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বাইপাস মোড় থেকে পদযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

(এএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৩)