হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে ট্রাকবোঝাই গাছ আটক করে বিজিবি। এসময় চোরাকারবারীরা এলাকাবাসীর সহায়তায় বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে ফেলে। পরে বিজিবি’র অন্য সদস্যরা এবং পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে।

বিজিবি সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সীমান্তের ৪ কিলোমিটারের মধ্যে তেলিয়াপাড়া থেকে গাছ বোঝাই একটি ট্রাক আটক করেন তেলিয়াপড়া বিওপির সুবেদার আবু হানিফ। তখন চোরাকারবারীরা এলাকাবাসীর সহায়তায় বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে দাবি করে ওই গাছের বৈধ কাগজপত্র রয়েছে।

খবর পেয়ে ধর্মঘরসহ আশেপাশের বিওপি এবং শ্রীমঙ্গল থেকে আরও ফোর্স এবং তেলিয়াপড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজিবির পক্ষ থেকে বলা হয়, যদি বনবিভাগ থেকে আটককৃত গাছের বৈধ কাগজ প্রদর্শন করা হয় তাহলে সেগুলো ফেরত দেয়া হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খবর পেয়ে ফরেস্ট বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন সমাধান হয়নি। ট্রাকটি আটকের সাথে সাথে ড্রাইভার পালিয়ে যায়।

এ ব্যপারে বিজিবির ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মেজর তারিক জানান, সন্দেহমূলকভাবে ট্রাকটিকে চ্যালেঞ্জ করে বিজিবি। সাথে সাথেই চালক পালিয়ে যাওয়ায় সন্দেহ আরও বেড়ে যায়। ট্রাকে শতাধিক গাছের টুকরো থাকলেও কোন কাগজ পাওয়া যায়নি। এলাকাবাসী বাধা দিলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, যদি বনবিভাগের কোন কাগজ পাওয়া যায় তবে ট্রাকটিকে ছেড়ে দেয়া হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এএসপি মাসুদুর রহমান মনির জানান, এলাকাবাসী বিজিবি সদস্যদের অবরুদ্ধ করলে পুলিশ তাদের উদ্ধার করেছে।

(পিডিএস/এএস/অক্টোবর ২১, ২০১৪)