স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে মানসিক যন্ত্রণায় রাখার জন্য ক্ষমতাসীনরা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার সন্ধায় ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে পদবঞ্চিত নেতাদের বক্তব্যে তুলে ধরে মির্জা আব্বাস বলেন, তারা আমাদের কাছে অভিযোগ করেছেন, তাদেরকে কেন পদবঞ্চিত ও বিদ্রোহ নেতা বলা হচ্ছে। কিন্তু আমরাতো পদবঞ্চিত নেতা না। তিনি বলেন, আমিও মনে করি তারা পদবঞ্চিত ও বিদ্রোহ নেতা না।

ছাত্রদলের নেতারা কেন আপনার কাছে এসেছিলেন- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদলের মধ্যে কিছু ভুল-বুঝাবুঝি হচ্ছে। আর সেই ভুল নিরসনের জন্য তারা এসেছিলেন।

আব্বাস বলেন, এ বিষয়টি মোটেই জটিল নয়। এট সমাধান যোগ্য। কারণ আমি তাদের কথাগুলো শুনেছি। আর এটি নিয়ে আমি খুব শিগগির বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলবো।

এ সময় বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/অক্টোবর ২১, ২০১৪)