স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে মানসিকভাবে অসুস্থরাই সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি বলেন,’ নতুন প্রজন্ম ও তরুণ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে অনুপ্রেরণা সৃষ্টি করতে হলে এব্যাপারে সবিস্তারে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে।’

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় আর.সি. মজুমদার মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, আজকে সমাজ মানসে যে সামাজিক অনাচার, অন্যায় ও অসুস্থতাবোধ পরিলক্ষিত হচ্ছে - তা থেকে উত্তরণের জন্যে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ এবং এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজী বিভাগের শিক্ষার্থীদের এধরণের কর্মশালার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

আরেফিন সিদ্দিক বলেন, দৃষ্টি রাখতে হবে কোমলমতি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতি যাতে ভবিষ্যত প্রজন্ম এবং শিক্ষিত তরুণ সমাজ সুস্থ্য মানসিক স্বাস্থ্য নিয়ে গড়ে ওঠতে পারে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হক।

(ওএস/এটিআর/অক্টোবর ২১, ২০১৪)