সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : এক সময়ে প্রতি গ্রামে গ্রামে দাড়িয়াবান্দা খেলা বাড়ির পাশে মাঠেই অনুষ্ঠিত হত। গ্রাম বাংলার ঐতিহ্যের এই দাড়িয়াবান্দা খেলা কালের আবর্তে হারিয়েই গেছে। জনপ্রিয় সহজ সরল এই খেলাকে নতুন প্রজন্মের কাছে আবার সামনে তুলে আনতে গন্ডা সমাজকল্যান যুবসমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছিল দাড়িয়াবান্দা খেলা।

দীর্ঘ ১ মাস বিভিন্ন দল খেলার পর শুক্রবার বিকেলে চ‚ড়ান্ত খেলায় অংশ নেয়, গন্ডা ইউনিয়ন বনাম সান্দিকোনা ইউনিয়নের খেলোয়ার দল। বিকেল সাড়ে ৩টায় জাতীয় পতাকা উড়িয়ে এই খেলার উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। গন্ডা ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় গন্ডা গরুর হাটের মাঠে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন, গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম আকন্দ। উপচেপড়া দর্শক ছিল খেলাটিতে। সবাই প্রাণের দাড়িয়াবান্দা খেলাকে আরো বেশি বেশি অনুষ্ঠানের জন্য দাবি জানান।

ইউএনও কাবেরী জালাল উদ্বোধনকালে আহবান জানান, মাদক ও জুয়ামুক্ত সুন্দর সমাজ গঠনে দাড়িয়াবান্দা খেলাসহ গ্রামবাংলার ঐতিহ্যের এই খেলাগুলো আরো বেশি বেশি করে আয়োজন করতে হবে। খেলায় গন্ডা ইউনিয়নের সবুজ বেপারীর দল সান্দিকোনার সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়। খেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভ‚ঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, মাসকা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী, নওপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওসারসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা।

গন্ডা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আকন্দ বলেন, এই খেলায় গ্রামের মানুষের অনেক আগ্রহ রয়েছে। সরকারি পৃষ্টপোষকতায় সস্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে এইসব খেলা প্রতি ইউনিয়নে ইউনিয়নে আয়োজন করার দাবি জানান।

(এসবিএস/এএস/মার্চ ০৩, ২০২৩)