বরিশাল প্রতিনিধি : আলোচনা, কবিতা পাঠসহ নানা আয়োজনের মধ্যে বরিশালে কবি জীবনানন্দের ৬০ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল  নয়টায় জাতীয় কবিতা পরিষদের সদস্যরা নগরীর জীবনানন্দ সড়কের কবি জীবনানন্দ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন।

পরে কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে জীবনানন্দ পাঠাগারে আলোচনা সভা হয়। এখানে বর্ষিয়ান কবি অরূপ তালুকদার বলেন, বাংলা সাহিত্যের অন্যতম কবি জীবনানন্দ দাসকে আমাদের বুঝতে হবে এবং অন্যদের আগ্রহী করে তুলতে আমাদের ভূমিকা নিতে হবে।

এজন্য বরিশালে কবির জন্ম ভিটায় আর্ন্তজাতিক গবেষনা কেন্দ্র প্রতিষ্ঠার দাবী জানান তিনি। সেই সাথে কবির জন্মভিটার ভূমি উদ্ধারের দাবী করেন। অনুষ্ঠানে আরো আলোচনা করেন কবি আসমা চৌধুরী, কবি মোস্তাক আল মেহেদী, কবি কাজী সেলিনাসহ অন্যরা। এরপর কবিতাপাঠের মধ্যেদিয়ে শেষ হয় কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি।

(বিএস/এএস/অক্টোবর ২২, ২০১৪)