চুয়াডাঙ্গা প্রতিনিধি : ‘স্যানিটেশনের অভ্যাস গড়ি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ওমর আলী ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ব্র্যাক ওয়াশ কর্মসূচি।

(জেএ/এএস/অক্টোবর ২২, ২০১৪)