রাজবাড়ী প্রতিনিধি : ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার থেকে রাজবাড়ী আযাদি ময়দানে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপÑপরিচালক কাজী আব্দুল মান্নান, অরুণ কুমার সরকার প্রমুখ।

মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, বীজ, কীটনাশকসহ বিভিন্ন দ্রব্যের ১৬টি স্টল স্থাপন করা হয়েছে।

(এসএসসি/এএস/অক্টোবর ২২, ২০১৪)