নওগাঁ প্রতিনিধি : বেসরকারি সংস্থা পার্টনার এর আয়োজন ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ডিয়াকোনিয়া বাংলাদেশের লীডে ইফেক্টিভ পার্টিসিপেশন ফর ট্রান্সপারেন্ট এন্ড এ্যাকাউনটেবল লোকাল গভর্নেন্স প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সদরে কৃষি ব্যাংকের সামনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানা আখতার জাহান।

অনুষ্ঠানে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক (নাজু), ভারশোঁ ইউপি চেয়ারম্যান শারিকুল ইসলাম, পার্টনারের প্রকল্প সমন্বয়কারী এএইচএম নিয়ামুল বশির, পরিচালক (কর্মসূচী) আলীমা খাতুন, প্রকল্প ট্রেইনার মনিরা পারভীন, জিডিও নীলুফার আহমেদ, এমআরডি গোলাম জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।

তথ্য মেলায় আগত ১২টি ষ্টলের মধ্যে আশ্রয় আমাদের প্রকল্প, ডেমিইন ফাউন্ডেশন ও কুসুম্বা ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়। মেলায় ‘সুশাসন ও সম অংশগ্রহণই ইউনিয়ন পরিষদের উন্নয়নের প্রধান ও একমাত্র পন্থা’ বিষয়ের ওপর স্কুল শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। পরে পার্টনার এর কর্ম এলাকার সাংস্কৃতিক দল গম্ভীরা পরিবেশন করে।।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৪)