একে আজাদ, রাজবাড়ী : পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত। ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে ১৮ মিনিটের মহাকাব্যিক ভাষণে বাঙালি জাতি কে মুক্তির পথ দেখিয়েছিলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। কালজয়ী সেই ভাষণে বাঙালি জাতি পেয়েছিলো মুক্তির নিশানা। ইতিহাসের সেই বিরলতম দিনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে শ্রদ্ধা ভরে স্বরন করলো পাংশা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার ৭ই মার্চ বেলা ১১ টার দিকে পাংশা উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পাংশা উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন জনাব এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, চেয়ারম্যান জেলা পরিষদ রাজবাড়ী, জনাব ফরিদ হাসান ওদুদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ পাংশা,জনাব সুমন কুমার সাহা,সহকারী পুলিশ সুপার, পাংশা সার্কেল, জনাব মাসুদুর রহমান রুবেল, সহকারী কমিশনার ( ভুমি), পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ, মাসুদুর রহমান মাসুদ, জালাল উদ্দীন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ পাংশা।


এ ছাড়াও পাংশা উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা হল রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা নির্বাহি অফিসার, পাংশা রাজবাড়ী।

(একে/এএস/মার্চ ০৭, ২০২৩)