স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পানে তিনজনের মৃত্যুর ঘটনায় স্পিরিট বিক্রেতা হোমিও দোকানি মো. আলী রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৮ মার্চ) ভোরে কালীগঞ্জের বারোবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করেন। আলী রেজা কালীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, আলী রেজার হোমিওপ্যাথিক দোকান থেকে স্পিরিট কিনে পান করে গত ৩ মার্চ পৌর এলাকার ৩ জন মারা যায়। এ ঘটনায় মৃত জাহাঙ্গীরের ভাই আলমগীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মো. আলী রেজা পলাতক ছিলেন। বুধবার ভোরে বারোবাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আলী রেজাকে গ্রেফতার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, আলী রেজা দীর্ঘদিন যাবৎ হোমিও ওষুধ বিক্রির আড়ালে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছিল।

(একে/এসপি/মার্চ ০৮, ২০২৩)