একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য করবে নিরসন" এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

আজ বুধবার সকাল ১০টার দিকে নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সহকারী কমিশনার ভূমি মোঃ হাসিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আধুনিক যুগে প্রযুক্তি খাত হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। নারীর ক্ষমতায়নে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। বিশ্বায়নের এই যুগে কোনো দেশকে এগিয়ে যেতে হলে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। সেটা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

(একেএমজি/এসপি/মার্চ ০৮, ২০২৩)