একে আজাদ ও মিঠুন গোস্বামী রাজবাড়ী : "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য করবে নিরসন" প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীর পাংশায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

আজ বুধবার সকাল ১০টার দিকে নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম প্রমুখ।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার ডিজিটাল প্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়াতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই।

(একেএমজি/এসপি/মার্চ ০৮, ২০২৩)