একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা এলাকা থেকে ১০৭ পুরিয়া হিরোইনসহ এক নারীমাদক কারবারিসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

(৮ মার্চ) বুধবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া বাজার এলাকায় শহীদ মিনার সংলগ্ন বসতবাড়ি থেকে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার লক্ষীনারায়নপুর গ্রামের মোঃ আবুল বেপারীর ছেলে ডুবুরী মোঃ আলমগীর বেপারী (৪২) ও গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলদিয়া গ্রামের মোঃ আমজাদ মন্ডলের স্বামী পরিত্যক্তা মেয়ে মোছাঃ আনজুমান খাতুন (২৫)।

রাজবাড়ী গোয়েন্দা শাখার (ডিবির) দেওয়া তথ্যসূত্রে জানা যায়, রাজবাড়ী গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে,এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মোতালেব হোসেন, এসআই সনজিব জোয়াদ্দার, এএসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নারী মাদক কারবারি মোছাঃ আনজুমান খাতুনের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের দুইজন কে ১০৭ পুরিয়া হেরোইন (ওজন ১০.০৭ গ্রাম) ও হেরোইন সেবনের সরঞ্জামাদীসহ তাদের গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৩২হাজার ১০০শত টাকা। এবং হেরোইন সেবনের সরঞ্জামাদীসহ গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

(একেএমজি/এএস/মার্চ ০৮, ২০২৩)