রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বাজারের ফুটপাত গুলো এখন হকারদের দখলে।

পাংশা পৌরসভার ফুটপাত গুলো জনসাধারণের জন্য তৈরি হলেও এখন আর সেগুলো দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারে না। ফুটপাতের উপর দিয়ে গড়ে ওঠেছে ছোট ছোট দোকান। এতে চরম ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। এতে পাংশা পৌরশহরে প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে। এতে করে দেখা যায় অনেক সময় স্কুল, কলেজ পড়ুয়া ছেলে মেয়ে সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারে না। কর্মজীবী মানুষেররা সময় মতো নিজ কর্মস্থলে পৌঁছাতে পারে না।

সরজমিনে গিয়ে দেখা যায় পাংশা পৌর শহরে দত্ত মার্কেট, মাহমুদ প্লাজা,ও সাদী প্লাজার সামনে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকান। পাংশা উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন এই শহরে কাজের তাগিদে আসে। লক্ষ করলে দেখা যায় অনেক সময় অসুস্থ রোগী দ্রুত সময়ে হাসপাতালে নেওয়ার দরকার হলে দেখা যায় জ্যামের কারনে নেওয়া সম্ভব হয় না। এতে দেখা যায় অনেক সময় রোগীর মৃত্যুর আশঙ্কা দেখা দেয়

স্থানীয় লোকজন বলেন ফুটপাত দখল করে এসব হকার রা অস্থায়ী দোকান গড়ে তুলেছে। এসব দোকানের জন্য সাধারণ মানুষ ফুটপাত দিয়ে চলাচল করতে পারে না। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করে। অনেক সময় দুর্ঘটনা ঘটে। একজন ফুটপাত দোকান দার বলেন ফুটপাতে বসে দোকানদারি করতেও টাকা দিতে হয়। পাংশা পৌর মেয়রের কাছে অভিযোগ দিয়েও কোনো লাভ নাই।

পাংশা পৌর মেয়রের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নাই।

(একে/এএস/মার্চ ১০, ২০২৩)