ডেস্ক রিপোর্ট, ঢাকা : সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৪তম বিসিএসের বিষয়ভিত্তিক পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে ।

মঙ্গলবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে পদসংশ্লিষ্ট বিষয়সমূহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ৪ মে থেকে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৫ মে। বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। গত বছরের মে মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।

কোটা জটিলতায় দুই দফায় প্রকাশ করা হয় প্রিলিমিনারির ফল। গত ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন।

।।আসন বিন্যাস দেখতে ক্লিক করুন।।

(ওএস/অ/এপ্রিল ২৯, ২০১৪)