রাজন্য রুহানি, জামালপুর : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। তাই এই দুই দলের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে বেছে নিয়েছে সাধারণ মানুষ। আজকে মানুষের যে প্রত্যাশা তা একমাত্র জাতীয় পার্টির মাধ্যমেই পূরণ করা সম্ভব।

শুক্রবার (১০ মার্চ) সকালে শহরের সেতুলি বেম্বু গার্ডেনে জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। ব্যাংকগুলো লুট হয়ে গেছে। কোথায় গেল এত টাকা? আজকে দেশের বাইরে বেগমপাড়া করছে কারা? অথচ ডলার নিয়েও এলসি পাওয়া যাচ্ছেনা। অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যেকোনো মুহূর্তে দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারে।

জাতীয় পার্টি ৩শ আসনেই এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দেন রেজাউল ইসলাম। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সঞ্চালনায় পরিচিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জহিরুল আলম রুবেল, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মনির আহমেদ, সিনিয়র যুগ্মসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মীর সামসুল আলম লিপটন প্রমুখ।

(আরআর/এসপি/মার্চ ১০, ২০২৩)