কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী নুর বাহাদুর হাওলাদারের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাস এই দণ্ডাদেশ দিয়েছেন।

জানা গেছে, নাজমুন নাহার তার স্বামী নুর বাহাদুর হাওলাদার আসামী করে ২০১০ সালের ১৪ এপ্রিল দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। সাক্ষ্য প্রমান শেষে অপরাধ প্রমানিত হওয়ায় আসামীর উপস্থিততে বিজ্ঞ আদালত উপরোক্ত দণ্ডাদেশ দেন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাদী পক্ষে আইনজীবি ছিলেন মজিবুর রহমান চুন্নু তালুকদার ও আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ। দণ্ডিত নুর বাহাদুর হাওলাদার বাড়ি কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া গ্রামে।

(এমকেআর/এএস/অক্টোবর ২২, ২০১৪)