ইসমাম আহমেদ, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে চলতি অর্থ বছরে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস পালন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে স্মার্ট কৃষক ও সমবায় নিয়ে আলোচনা করেছেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ।

ইউনিয়নের ভদ্রেশ্বরী গ্রামের দুই শতাধিক চাষিদের নিয়ে এ মাঠ দিবস পালন করা হয়। এ সময় রানীসংকৈল উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে বক্তারা বারি সরিষার চাষের সুফল নিয়ে আলোচনা করেন। সরিষা চাষ জমির উর্বরতা ও চাষিদের লাভ জনক ফসল বলে দাবি করেন । এ ছারাও সরিষার তেল খাওয়ার উপকারিতার কথা তুলে ধরেন।

সঞ্জয় দেবনাথ বলেন, আমাদের জমির স্বাস্থ ঠিক রাখতে হবে। এক সময় চাষিরা রাশায়নিক সার দিতেন না। কিন্তু এখন সবাই বেশি বেশি করে দেওয়ার কারনে জমির স্বাস্থ নষ্ট হয়ে যাচ্ছে।

এ সময় কেচো সারের উপকারিতার কথা তুলে ধরেন তিনি। সেই সাথে চাষিদের প্রতিটি বাড়িকে কেচো সারের কারখানায় রুপান্তর করার অনুরোধ করেন।

সেই সাথে বস্থায় আদা চাষের করার নিয়ম বলে দেন। এবং আদার পুষ্টি গুনের কথা তুলে ধরেন।

এছাড়াও স্বাস্থ সম্মত খাবার খাওয়ার আহব্বান করেন ও কীটনাশক ব্যবহারে সচেতন হওয়ার আহব্বান করেন। এ জন্য নিরাপদ খাবার খেতে চাইলে সব খাবার বাড়িতেই উৎপাদন করার কথা বলেন।

এ সময় সমবায় সমিতির সুফল নিয়ে কথা বলেন। তিনি বলেন, এনজিও থেকে সুদের উপর টাকা নিয়ে ফসল ফলানোর থেকে সমবায় থেকে টাকা নিয়ে ফসল ফলানো অনেক উত্তম।
সেই সাথে সমবায় সমিতির সদস্যদের তাদের সমিতির কার্যক্রমের গতি বাড়ানোর অনুরোধ করেন।

ধর্মগড় ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা রহুসুল আযম পলাশ ও অত্র এলাকার সদ্য সুপারিশ প্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লা উপস্থিত ছিলেন।

(এআই/এসপি/মার্চ ১৩, ২০২৩)