কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলায় বালি ভর্তি একটি ট্রাক চাপায় মোহাম্মদ ছোটন নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১ ঘন্টার অবরোধ করেছে স্কুল ছাত্র।

মঙ্গলবার বেলা পৌনে ১১ টার দিকে চকরিয়া হাইস্কুল সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ছোটন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং চকরিয়া পৌরসভার জালিয়াপাড়ার আমির হোসেনের পুত্র।

স্থানীয় সূত্র জানিয়েছে, বেলা পৌনে ১১ টার দিকে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের গেইটে বালি ভর্তি একটি ট্রাক ছোটনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান ওই স্কুল ছাত্র। ঘটনার প্রতিবাদে স্কুল ছাত্ররা চকরিয়ার চিরিঙ্গা স্টেশনে এসে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবরোধ করে রাখে। বেলা পৌন ১২ টার দিকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের অবরোধ প্রত্যাহার করে নেন পুলিশ। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(টিটি/এটি/এপ্রিল ২৯, ২০১৪)