পঞ্চগড় প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পঞ্চগড়ে শিশু-কিশোরদের নিয়ে দিনব্যাপী ব্যতিক্রম উৎসবের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার সকালে পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার ও ষড়ঋতু সাহিত্য একাডেমি আয়োজনে ১০৩ তিনজন শিশু-কিশোরদের বর্নাঢ্য সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের। উদ্বোধন করেন পঞ্চগড়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। সাইকেল শোভাযাত্রাটি পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মালাদাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষে হয়।

পরে সেখানে ‘করি খেলা গড়ি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানে পরিচালিত হয় বিলুপ্ত প্রায় পাঁকি, গোল্লাছুট, জোর-বাড়ি-ঘর, ইচিং বিচিং, রুমালচুরি, শার্ট প্যান্ট দৌড় খেলা।

পরে ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধুর জীবন, মুক্তিযুদ্ধ এবং বাংলার ইতি-ঐতিহ্য নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো.আব্দুর রহিম এর সভাপতিত্বে উৎসবে এসময় উপস্থিত ছিলেন, মালাদাম আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি প্রফেসর সত্যেন্দ্র নাথ রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপেন চন্দ্র রায় প্রমুখ।

(আর/এসপি/মার্চ ১৮, ২০২৩)