রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙামাটি কাপ্তাইয়ের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ সদস্য দীপংকর তালুকদার।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজিত পুর্নমিলনী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী ফজলুল বারী চৌধুরী’র সঞ্চালনায় পরিষদের সভাপতি প্রকৌশলী আহমেদ কামাল চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে, ৪ নম্বর কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ,রাঙামাটি জেলা পরিষদ সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিংমং মারমা, প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, প্রকৌশলী মোহাম্মদ শওকত আলীপ্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়।পরে দীপংকর তালুকদার ‘সুইডিশিয়ানদের প্রবাহ’ ম্যাগাজিন মোড়ক উম্মোচিত করেন।

এর আগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সকাল প্রাণের ক্যাম্পাসে
স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার উপস্থিতিতে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, বিনামূল্য রক্তদান, চক্ষু শিবিরসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। পুর্নমিলনীতে দেশ-বিদেশ হতে প্রায় ৫ হাজার প্রবীণ ও বর্তমান-প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

(আরএম/এসপি/মার্চ ১৮, ২০২৩)