শামীম হাসান মিলন, চাটমোহর : ‘মুক্তি সংগ্রাম চলছে চলবে’ শ্লোগানকে সামনে নিয়ে মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ চাটমোহর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

শনিবার (১৮ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ চাটমোহর উপজেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট এস. এম. আব্দুর রউফের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস. এম. হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, ’৭৫ এর সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা ও মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ পিন্টু।

বিশেষ অতিথির বক্তব্য দেন, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আজাহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ওয়াজেদ আলী খান, মহাসচিব কাজী রফিকুল ইসলাম, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম মহাসচিব মোহাম্মদ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক গোলাম হোসেন ফারুক।

আরো বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফিরোজা পারভীন, অ্যাডভোকেট স্বপ্না রানী সরকার, আলমগীর মোহাম্মদ, প্রবীণ শিক্ষক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, প্রকৌশলী মো. ওসমান গনি, আব্দুল গফুর মাষ্টার প্রমূখ।

মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ, চাটমোহর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট এস. এম. আব্দুর রউফকে সভাপতি ও এস. এম. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট মুক্তিযুদ্ধ সংহতি পরিষদ বাংলাদেশ, চাটমোহর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

(এস/এসপি/মার্চ ১৮, ২০২৩)