বিনোদন ডেস্ক : ৮ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব আয়োজন করছে নাট্য সংগঠন বটতলা। ‘ছড়াই স্বপ্নবীজ আকাশ তলে : বটতলা রঙ্গমেলা-২০১৪’- এই শিরোনামে ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালায় শুরু হবে এই উৎসব।

উৎসবের উদ্বোধনীপর্বে উপস্থিত থাকবেন- অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, গোলাম কুদ্দুছ, লিয়াকত আলী লাকী, সারা যাকের, লাকি ইনাম ও আমেরিকার অভিনয়শিল্পী কাইউলানি লী।

এ ছাড়াও চলতি বছর ঢাকার মঞ্চে আসা নতুন নাটকের নাট্যকার, নির্দেশকসহ কলাকুশলীবৃন্দ উপস্থিত থাকবেন। জাতীয় নাট্যশালার ভেতরের খোলা জায়গায় পরিবেশিত হবে পূজা সেনগুপ্তের পরিচালনায় উদ্বোধনী কোরিওগ্রাফি অনামিকা সাগরকন্যা।

উদ্বোধনী সন্ধ্যায় বটতলা মঞ্চস্থ করবে নাটক দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া। ২৫ অক্টোবর আরণ্যক মঞ্চস্থ করবে স্বপ্ন পথিক। ২৬ অক্টোবর প্রাচ্যনাট মঞ্চস্থ করবে বনমানুষ। ২৭ অক্টোবর থিয়েটার বেইলী রোড মঞ্চস্থ করবে কুহকজাল।

২৮ অক্টোবর থিয়েটার আর্ট ইউনিট মঞ্চস্থ করবে না-মানুষি জমিন। ২৯ অক্টোবর নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করবে নাম গোত্রহীন। ৩০ অক্টোবর ঢাকা থিয়েটার মঞ্চস্থ করবে দ্য আউটসাইডার।

উৎসবের সমাপনী দিন সকাল সাড়ে ১১টায় থাকবে আমেরিকার অভিনয়শিল্পী কাইউলানি লীর স্টোরি অব মাদার জোন্স শিরোনামের একক পরিবেশনা এবং সন্ধ্যায় কলকাতার নাট্য সংগঠন রঙ্গাশ্রম মঞ্চায়ন করবে নাটক মনিদীপা।

‘গহনে প্রবিষ্ট মূল, পল্লবিত আসমানে, গাই গান মানবের’ এই স্লোগান নিয়ে ২০০৮ সালের ২৭ আগস্ট যাত্রা শুরু করে বটতলা। প্রতিষ্ঠার ৬ বছর উদযাপন করতেই এই উৎসবের আয়োজন করছে সংগঠনটি। উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

(ওএস/এইচআর/অক্টোবর ২৩, ২০১৪)