স্টাফ রিপোর্টার : মানহানি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মহানগর হাকিম মোহাম্মদ আতাউল হক বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

অভিযোগ গঠনের নির্ধারিত দিন সকালে কাশিমপুর কারাগার থেকে মোশাররফকে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যদি জোর করে ক্ষমতায় থাকতে চায়, তাহলে সরকারকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পঁচাত্তরের পরিণতি ভোগ করতে হবে।’

পরদিন দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রচারিত হলে বাদীর মানহানি হয়েছে- এমন অভিযোগে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ২০১৩ সালের ২০ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন।

(ওএস/এইচআর/অক্টোবর ২৩, ২০১৪)