নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষ ও গৃহহীন থাকবে না এই প্রতিপাদ্য সামনে রেখে'  অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের অভিষাপ থেকে মুক্ত করে নগরকান্দা তথা দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে ৪৪৫ টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমে সারাদেশে ৭ টি জেলা এবং ১৫৯ টি উপজেলায় মোট ৩৯,৩৬৫ টি ঘর প্রদান করে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির প্রমুখ। আশ্রয়ণ প্রকল্পের সুবিধা ভোগীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন নির্দেশ প্রদান করেন।

পরে নগরকান্দা উপজেলার শিল্পকলা একাডেমির পরিচালনায় মনোজ্ঞ এক সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(পিবি/এসপি/মার্চ ২২, ২০২৩)