কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : সংবর্ধিত হলেন, বিরোচিত মুক্তিযোদ্ধা কেন্দুয়ার বাট্টা গ্রামের কৃতীসন্তান মোঃ শাহজাহান মিয়া। কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে বুধবার বিকেলে প্রেসক্লাব প্রাঙ্গণে এ সংবর্ধনা দেয়া হয়। প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও আশরাফ উদ্দিন ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল। বিশেষ অতিথির বক্তব্য দেন, ওসি মোঃ আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, চিরাং ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল কবির খান, নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, প্রেসক্লাব সম্পাদক লিয়াকত আলী কাজল, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

সংবোর্ধিত অতিথি বিরোচিত মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান মিয়া আবেগ আপ্লুত হয়ে বলেন, জীবন বাজি রেখে ১৯৭১ সনে ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন থেকে বঙ্গবন্ধুর ঘোষণার স্বাধীনতা ঘোষণার বার্তাটি ওয়ারলেসের মাধ্যমে সারা দেশে পাঠিয়েছি। নির্যাতিত হয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে সে মূল্যায়ন আজও পাইনি। তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার দাবি করেন।

(এসবিএস/এএস/মার্চ ২২, ২০২৩)