স্টাফ রিপোর্টার : আগামী রবিবার দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভ টু আপিলের আদেশ দেয়া হবে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আবেদনের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন।

এর আগে সকালে এ আপিলের শুনানি শেষে দুপুর ১২টায় আদেশ দেওয়া হবে বলে জানিয়েছিলেন আদালত। পরে দুপুর ১২টায় আদেশের জন্য রবিবার দিন ধার্য করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান।

অপরদিকে, খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এ মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন তার আইনজীবীরা।

গত ৭ জুলাই সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপি প্রধান খালেদা জিয়ার পক্ষে পর্যায়ক্রমে দুটি আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

আপিলে হাইকোর্টের আদেশ ও নিম্ন আদালতের দেওয়া আদেশ ও খালেদা জিয়ার বিরুদ্ধে গঠন করা অভিযোগ বাতিলের আবেদন করা হয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০১৪)