স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদার মামলাকে বিলম্বিত করা যাবে না। আপনার কপালে যা আছে তা বরণ করে নিতে হবে। বিচারকে বাধাগ্রস্ত করে কোনো কাজ হবে না। আপনাকে বিচারের মুখোমুখি হতেই হবে।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।

বেগম খালেদা জিয়ার বিচারকে বিলম্বিত করতেই একটি নাম পরিচয়হীন গোষ্ঠী হরতাল ডেকেছে মন্তব্য করে তিনি বলেন, একটি গোষ্ঠী যাদের কোনো নাম পরিচয় নেই। তারা ২৬ তারিখে হরতাল ডেকেছে। এর পেছনে মূলত কলকাঠি নাড়ছে বিএনপি।

কামরুল বলেন, আদালতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা বিলম্বিত করতেই ২৬ অক্টোবর সারাদেশে পাতানো হরতাল ডাকা হয়েছে। খালেদা জিয়ার বিচারকে বিলম্বিত করাই এর উদ্দেশ্য। কিন্তু খালেদাকে বিচারের মুখোমুখি হতেই হবে।

এই হরতালে দেশব্যাপী আবারো নৈরাজ্য করা হলে কোনো ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দীন মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।


(ওএস/এএস/অক্টোবর ২৩, ২০১৪)