হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে লাইসেন্সবিহীন একটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ রুমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে নবীগঞ্জের আউশকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার খানের মালিকানাধীন শিরিন ব্রিকস এ অভিযান চালানো হয়। এসময় মালিক পক্ষ লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর বিধানমতে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ইটভাটাটি সিলগালা করা হয়।

(পিডিএস/এএস/অক্টোবর ২৩, ২০১৪)