হুমায়ুন কবির, রাণীশংকৈল : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শনিবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত এবং সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন করা হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম। বিশেষ অতিথির বক্তব্য দেন, টিএইচএ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী,সহকারি ভুমি কমিশনার ইন্দ্রজিত সাহা, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমি আক্তার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।

এছাড়াও সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার বেলালউদ্দিন সরকার, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ হোসেন, প্রধান শিক্ষিক মোমেনা খাতুন,প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী ও প্রচার সম্পাদক বিজয় কুমার রায়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিষদ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

(এইচকে/এএস/মার্চ ২৫, ২০২৩)