স্টাফ রিপোর্টার : নওগাঁয় র‍্যাব হেফাজতে মারা যাওয়া সুলতানা জেসমিনের (৪৫) ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্টের নথি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পৌঁছেছে। ঘটনাটি আদালতের নজরে আনা আইনজীবী এ ঘটনা তদন্তের জন্য একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট করেছেন।

আবেদনের পর তা হলফনামা আকারে জমা দিতে আদেশ দিয়েছেন আদালত। এসময় অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন শুনানি করতে চাইলে আদালত হলফনামা আসা পর্যন্ত (দুপুর দুইটা) পর্যন্ত অপেক্ষা করতে বলেন। দুপুর ২টায় এ সংক্রান্ত রিটের শুনানি হবে।

এর আগে নওগাঁ শহর থেকে আটকের পর র‍্যাবের হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামের ওই নারীর মৃত্যুর ঘটনায় পুলিশের সুরতহাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদন তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে কারা ওই নারীকে আটক করেছিলেন, কাদের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, তাদের নাম-পদবিসহ তথ্য চেয়েছিলেন আদালত। এছাড়া তার মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, সেটিও জানতে চান হাইকোর্ট।

সংশ্লিষ্টদের মঙ্গলবারের (২৮ মার্চ) মধ্যে এসব প্রতিবেদন জমা দিতে বলা হয়। তারই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথি হাইকোর্টে পাঠানো হয়।

এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার পর সেটি নজরে নিয়ে সোমবার (২৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে প্রতিবেদন নজরে আনেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। সে সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

আদালত সোমবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, এ ঘটনায় মামলা হয়েছে কি না? তখন সহকারী অ্যাটর্নি জেনারেল জানান, আরএমপি কমিশনারের সঙ্গে কথা বলে জেনেছেন এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। তারা (ভুক্তভোগীর পরিবার) কোনো মামলা করেনি।

আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীকে বলেন, আমরা ভুক্তভোগী নারীর পোস্টমর্টেম রিপোর্ট দেখবো, সেটি আগামীকাল নিয়ে আসবেন। ওই নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে কোন কোন কর্মকর্তা ছিলেন, তাদের নাম-পরিচয় আমাদের সামনে নিয়ে আসবেন।

এরপর আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার (২৮ মার্চ) দিন ধার্য করেন।

গত বুধবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে তাকে আটক করা হয়। এরপর শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী পদে চাকরি করতেন।

(ওএস/এসপি/মার্চ ২৮, ২০২৩)