আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যসায়িকে গ্রেফতার হলেও অভিযান টের পেয়ে পালিয়েছে অপর দুই ব্যবসায়ি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত ব্যবসায়িরসহ পলাতক দুই ব্যবসায়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। 

থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় মাদক কেনা বেচার গোপন খবর পেয়ে এসআই তরিকুল ইসলামসহ অন্যান্য অফিসাররা বাকাল ইউনিয়নের যবসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় অফিযান চালায়। অভিযানে যবসেন গ্রামের রাশেদ পাইকে (২৩) গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশী অভিযান টের পেয়ে রাশেদের সহযোগী ব্যবসায়ি একই গ্রামের জসীম সিকদারের ছেলে আহসান শিকদার(২৬) ও মোতালেব পাইকের ছেলে রিয়াদ পাইক (২০) পালিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে এসআই তারিকুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত রাশেদ ও পলাতক আহসান ও রিয়াদকে আসামী করে মামলা দায়ের করেছে, নং-৮(২৭.৩.২৩)। গ্রেফতারকৃত রাশেদ ও পলাতক আহসানের বিরুদ্ধে থানায় দায়ের করা মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত রাশেদকে মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ২৮, ২০২৩)