বগুড়া প্রতিনিধি : বৃহস্পতিবার সারিয়াকান্দি নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট, গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটস দলের উদ্যোগে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর মাঝে খাতা, কলম, রাবার, পেনসিল,ফাইল বক্স ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।

এসময় স্কটল্যান্ড আলফোর্ড একাডেমির শিক্ষক সর্লি জনসন, ডন লেমগে ,বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কে এম জেবুন্নেছা চৌধুরী, নজরুল ইসলাম,মরিয়ম খাতুন, মামুন অর রশিদ,শাহিনা পারভীন, মোস্তাফিজুর রহমান, শামসুল হক, রেড ক্রিসেন্ট গার্ল গাইডস ও গার্ল উন স্কাউটস দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসা বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ,স্কটিশ শিক্ষক সর্লি জনসন ও ডন লেমগে শিক্ষার্থীদের সাথে পাঠ দান প্রক্রিয়া পরিচালনা করেন ।

(এএসবি/এএস/অক্টোবর ২৩, ২০১৪)