বগুড়া প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গঠন ও সোনাতলার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে আগামীকাল সোনাতলায় বসছে ক্রীড়াবিদ ও সংগঠকদের মিলনমেলা। বগুড়া জেলা সোনালী অতীত দল বনাম দিনাজপুর জেলা সোনালী অতীত দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোনাতলায় সাজ সাজ রব পড়ে গেছে। সোনাতলা ষ্টেডিয়ামকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সু-সজ্জিত তোরণ। পোস্টার, বিলবোর্ড ও প্যানা সাইনে ছেয়ে গেছে সোনাতলার অলি-গলি। ব্যান্ড পার্টির ছন্দবদ্ধ সুর ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে।  শুকবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি চলবে এ অনুষ্ঠান। 

‘মাদকমুক্ত সমাজ গঠন ও সোনাতলার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করণ’ শীর্ষক কমিটির আয়োজনে এ মিলনমেলা ও প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম,বাংলাদেশ ডেভলোপমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ড. জিল্লুর রহমান, সংসদ সদস্য পত্নী সাহাদারা মান্নান শিল্পী, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘মাদকমুক্ত সমাজ গঠন ও সোনাতলার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিতকরণ’ শীর্ষক কমিটির আহ্বায়ক জিয়াউল করিম শ্যাম্পো।

মিলনমেলা ও প্রীতি ম্যাচের আয়োজন উপলক্ষে আয়োজক কমিটির সদস্য সচিব সোনাতলা থানা অফিসার ইনচার্জ সেলিম হোসেন জানান সোনাতলাকে মাদক মুক্ত করা ও ক্রীড়াঙ্গনের হারানো গৌরব পুনরুদ্ধার করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের ক্রীড়ানুরাগী করার লক্ষ্যে আজকের আয়োজন। এ আয়োজনের ধারাবাহিকতায় পরবর্তীতে দীর্ঘ সময়ব্যাপি এ সংক্রান্ত নানা কর্মকান্ড পালিত হবে।

(এএসবি/এএস/অক্টোবর ২৩, ২০১৪)