রাজবাড়ী  প্রতিনিধি : কোন সম্মেলন ছাড়াই একযোগে রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে দেখতে পাওয়া যায়।সেখানে দেখা যায় পাংশা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. নাজমুল হাকিম রুমী ও সদস্য সচিব মো. মনসুর সরদার ওই সকল কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী তিন বছরের জন্য ওই সকল কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক মো. সুমন মন্ডল; বাহাদুরপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মো. হাসান; যশাই ইউনিয়ন শাখার সভাপতি মো. রহিম মল্লিক, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম; হাবাসপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস; মাছপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মাসুদুল হক, সাধারণ সম্পাদক আতিয়ার মন্ডল; মৌরাট ইউনিয়ন শাখার সভাপতি মো. বাদশা, সাধারণ সম্পাদক মো. ফরহাদ রহমান; কলিমোহর ইউনিয়ন শাখার সভাপতি সুজিত পাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম; কসবামাজাইল ইউনিয়ন শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন; শরিয়া ইনিয়ন শাখার সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. নজমুল হোসেন এবং পাট্টা ইউনিয়ন শাখার সভাপতি মো. তুহিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক হিসেবে রাসেল বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন সম্মেলন ছাড়াই পছন্দের ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করা দুঃখজনক। এতে করে ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হয়।

পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মো. মনসুর সরদার বলেন, তিন মাস আগে প্রতিটা ইউনিয়নেই সম্মেলন হয়েছে। এখন কেন্দ্র কমিটির নির্দেশ অনুযায়ী কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

(একে/এএস/মার্চ ৩০, ২০২৩)