স্টাফ রিপোর্টার : রাজধানীর পলাশী মোড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাজারে চাঁদা তোলাকে কেন্দ্র করে হিজড়াদের দুই পক্ষের মধ্যে মারামারিতে অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- কালা (৬৫), সাকি (৪৫), খেলনা (৩০), নদী (২৩) ও ফুল (১৯)। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক।

ঘটনার প্রত্যক্ষদর্শী রিণা অভিযোগ করেন, তারা সকলেই কামরাঙ্গীচর এলাকায় থাকেন। প্রতিদিনের মতো দুপুর ১টায় পলাশী মোড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাজারের বিভিন্ন দোকান থেকে চাঁদা তুলছিলেন।

এ সময় লালবাগের হিজড়াদের একটি পক্ষ সেখানে এসে চাঁদা তুলতে বাধা দেয়। এ সময় তারা বলে, এখানে চাঁদা তুলতে হলে আগে ৫ লাখ টাকা দিতে হবে।

এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে লালবাগের আশু ও হাফিজ হিজড়া তাদের উপর হামলা করে বলে জানান রিণা ।

(ওএস/এটি/এপ্রিল ২৯, ২০১৪)