গৌরনদীতে দেশী মদসহ আটক ১

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার বাঘার গ্রাম থেকে ১২ লিটার দেশীয় মদসহ খোকন দেওয়ান (৬৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এসআই শাহজাহানের নেতৃত্বে বাঘার গ্রামের খোকন দেওয়ানের বাসায় অভিযান চালিয়ে ১২ লিটার দেশীয় মদ সহ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় গ্রেফতাকৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(টিবি/এসপি/মার্চ ৩১, ২০২৩)