বিনোদন ডেস্ক : এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ মানসী প্রকৃতি। ঈদুল ফিতরের নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে কমেডি ঘরানার নাটক ‘মা পুতে ব্যাক্কল-২’ নামে শুটিং শেষ করছেন এই অভিনেত্রী।

এই নাটকে তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী শামীমা নাজনীন। এতে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী চরিত্রে অভিনয় করেছেন শামীমা নাজনীন ও জামিল। এ নাটকের মাধ্যমে প্রথমবার শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন মানসী প্রকৃতি।

নাটকটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। গত বুধ ও বৃহস্পতিবার পূবাইলে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

নতুন নাটক প্রসঙ্গে প্রকৃতি বলেন, প্রথমবার স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছি। ছোট স্টুডেন্টের পাশাপাশি গল্পের কারণে বয়স্ক দুই স্টুডেন্টকে দেখা যাবে। এটা আমার জন্য চমৎকার অভিজ্ঞতা। আগে কখনো এ ধরনের চরিত্রে অভিনয় করা হয়নি। স্টুডেন্ট লাইফে ছোট ভাই-বোনদের পড়িয়েছিলাম। তবে স্কুলে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম। নাটকের জন্য শিক্ষিকার চরিত্রে কাজ করলেও বেশ উপভোগ করেছি। আমরা বেশ মজা করে কাজটি করেছি। আশা করছি, কমেডি ঘরানার গল্পে নির্মিত নাটকটি দর্শক বেশ উপভোগ করবে।

অনেক আগেই স্কুল জীবন পার করেছেন অভিনেতা জামিল। দীর্ঘ সময় পর স্কুল ইউনিফর্ম পরিধান করে শুটিং করতে পেরে আনন্দিত তিনি। জামিল বলেন, অনেক আগেই স্কুল জীবন পার করেছি। নাটকের জন্য ফের ছাত্র চরিত্রে অভিনয় করেছি। কাজটি করতে গিয়ে শৈশবে ফিরে গেছি। পুরোনো দিনগুলো চোখের সামনে ভেসে উঠল। ছোট বেলার মজার সব দারুণ মূহূর্তের ফিল পেয়েছি কাজটি করতে এসে। নাটকটি দর্শকদের পছন্দ হবে।

জামিল-প্রকৃতি জুটি মানেই ভিন্ন কিছু। এই জুটির নাটক ঘিরে রয়েছে দর্শকদের তুমুল আগ্রহ।

এ প্রসঙ্গে তারা বলেন, আমাদের আগের কাজগুলো দর্শক বেশ উপভোগ করেছে। কাজগুলো দেখে দর্শকরা তাদের ভালোলাগা জানিয়েছে। দর্শকরা আমাদের একসঙ্গে দেখতে চায়। দর্শক চাহিদার কারণেই একসঙ্গে কাজ করছি। সামনেও আমাদের আরও ভালো বেশকিছু কাজ আসছে।

এ প্রসঙ্গে শামীমা নাজনীন বলেন, দীর্ঘ সময় পর স্কুল ড্রেস পরেছি। কাজটি করতে গিয়ে পুরোনো দিনে ফিরে যাই। শৈশবের স্কুল জীবনের সময়গুলো দারুণ ছিল। আমরা বেশ মজা করে কাজটি করেছি। নাটকটি দেখে দর্শক বেশ আনন্দ পাবে।

জানা গেছে, ঈদে নাটকটি সিডি চয়েসের ব্যানারে মুক্তি পাবে।

(ওএস/এসপি/মার্চ ৩১, ২০২৩)