বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরসহ সারা বাংলাদেশ ও পৃথিবীর  প্রাচীণ নির্দশণ, ঐতিহ্য, ইতিহাস, উপ- মহাদেশের ঐতিহাসিক ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী সংগ্রহ নিয়ে মাদারীপুর মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকালে শকুনি লেক পাড়ের পুরাতন ট্রেজারি ভবনে মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধন করেন মাদারীপুরের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুরের স্থানীয় সরকারের উপপরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম ও গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী কামরুল ইসলাম প্রমুখ।

শাজাহান খান মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধন করে মিউজিয়াম পরিদর্শন করেন। এ সময় তিনি পরিদর্শণ বইতে অনুভূতি লিখে স্বাক্ষর করেন।

(এএসএ/এসপি/মার্চ ৩১, ২০২৩)