রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়ন ফেডারেশনের কার্যকরী কমিটি (ইউনিয়ন ভিত্তিক) পূর্ণগঠন, দল সক্রীয়করণ ও নতুন সদস্য ভর্তি বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১নং কিশোরগাড়ী ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে ৩০ মার্চ বিকাল ৩টায় উপজেলার দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকিদুল ইসলাম, নারী উন্নয়ন সংস্থা, ৯নং হরিনাথপুর ইউনিয়ন শাখার সভাপতি লতা রাণী, কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য রেজাউল করিম।

কিশোরগাড়ী ইউনিয়ন ফেডারেশনের অনুমোদিত কার্যকরি কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৩৫ (১) ধারা মোতাবেক ৩০ মার্চ ত্রি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন আসাদুল ইসলাম।

নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাদা রানী সভাপতি ও উম্মে হানি সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। উক্ত কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়েছে।

(এমজি/এসপি/মার্চ ৩১, ২০২৩)